ইউনিয়ন পরিষদের সদস্যদের বহাল রাখার দাবিতে নড়াইলে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:১২ পিএম (ভিজিট : ৫৩৬)
ইউনিয়ন পরিষদের কাজের ধারা অব্যাহত রাখতে সাধারণ ও নারী সদস্যদের বহাল রাখার দাবি জানিয়ে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোস্তফা কামাল, তৌকির হোসেন, হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন, আশিক বিল্লাহ সহ অনেকে।
বক্তারা বলেন, সারাদেশের ইউপি সদস্যরা কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইউপি সদস্যরা ভোটারদের প্রত্যক্ষভোটে নির্বাচিত হয়েছে। সে কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউপি সদস্যদের বহাল রাখার দাবি জানান। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলার প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
সময়ের আলো/এএ/