ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ছাত্রহত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০:১৮ পিএম  (ভিজিট : ২৭৮)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-১। 

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগস্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলী কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close