ই-পেপার বুধবার ১৬ অক্টোবর ২০২৪
বুধবার ১৬ অক্টোবর ২০২৪

মিয়ানমারের ৪০ হাজার নাগরিক বাংলাদেশে প্রবেশ করায় উদ্বেগ প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৬:৩৬ পিএম  (ভিজিট : ১৫৪)
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ৪০ হাজার নাগরিক অতি সম্প্রতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দীর্ঘদিন জিইয়ে থাকা রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত এই সঙ্কট সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মো বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন। তখন উপদেষ্টা মিয়ানমারের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির প্রতি এমন বার্তা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিয়ে আলাপ হয়। 

উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, রোহিঙ্গা সঙ্কটের কারণে দুইপক্ষের দ্বিপক্ষীয় সম্পর্কে নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সঙ্কটের সমাধান করা প্রয়োজন। অতি সম্প্রতি ৪০ হাজার মিয়ানমারের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। রোহিঙ্গা সঙ্কটের কারণে আঞ্চলিক নিরাপত্তাও ঝুঁকির পথে। বাংলাদেশ-মিয়ানমার দুইপক্ষের জন্যই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমার অতি দ্রুত সংলাপের আয়োজন করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। এছাড়া দুইপক্ষের মধ্যে বাণিজ্যসহ সম্পর্ক স্বাভাবিক ও নিয়মিত রাখতে মিয়ানমার কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নিবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।

মিয়ানমারের রাষ্ট্রদূত জানান যে গত নভেম্বরে আরাকান আর্মি যুদ্ধ বিরতির অঙ্গিকার লঙ্ঘণ করায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্যসহ বাংলাদেশ যে সকল সহযোগিতা করছে তার জন্য মিয়ানমার সরকারের ধন্যবাদ পৌঁছে দেন দেশটির রাষ্ট্রদূত।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close