ই-পেপার বুধবার ১৬ অক্টোবর ২০২৪
বুধবার ১৬ অক্টোবর ২০২৪

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৫৭ পিএম  (ভিজিট : ৬৮)
সিলেটের গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তে থেকে হোছেন আহমদ নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বিএসএফ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জিডি হয়েছে থানায়।

জানা যায়, এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে ধরে নেওয়া হয়। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে। সীমান্তের ওপারে হোছনসহ ৭/৮ জনের একটি দল চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 

বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও হোছেন আহমদকে আটক করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। 

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, বিএসএফ বাংলাদেশিকে আটক করে নিয়ে যাওয়ার বিষয়ে জিডি হয়েছে। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close