ই-পেপার বুধবার ১৬ অক্টোবর ২০২৪
বুধবার ১৬ অক্টোবর ২০২৪

ভারত-কানাডা দ্বন্দ্ব
পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৪:৩৮ এএম  (ভিজিট : ১১৬)
খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা ফের উত্তপ্ত ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে দেশ দুটি। এনডিটিভি লিখেছে, এই ইস্যুতে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মাকে। 

পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার ৬ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কানাডাও ভারতীয় ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে। এতে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বছর জুন মাসে খুন হন হরদীপ সিং নিজ্জর। যার পর খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, নিজ্জর হত্যার সঙ্গে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা। 

যদিও তখনই ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছিল দিল্লি। নতুন করে সেই বিতর্ক ফের দানা বেঁধেছে সঞ্জয়কুমার বর্মার বিরুদ্ধে কানাডার তদন্তকারী সংস্থার বক্তব্যে। কানাডার দাবি, ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা এই মামলায় ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি।

এই মন্তব্যের পর দিল্লি ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত স্টুয়ার্ট হুইলারকে তলব করে। তার কাছে গোটা বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়। স্পষ্ট জানানো হয়, কানাডা সরকার যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছিল। অথচ কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ পেশ করেনি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close