প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:১৯ এএম (ভিজিট : ২১০)
রাজবাড়ীতে দুই ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবদল নেতা রায়হান খানসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামী করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা যুবদল।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার নারী ইউপি সদস্য হেলেনা বেগম।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১১ই অক্টোবর সন্ধ্যায় পরকীয়ার অভিযোগে দুই ইউপি সদস্যকে দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তেই ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির (হারুন-রবি গ্রুপ) সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক রায়হান খান বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল সরকার ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা বেগমকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করছেন। রায়হানের মারধরে হেলেনা বেগম আল্লাহ্ আল্লাহ্ বলে চিৎকার করেন। এসময় রায়হান অকথ্য ভাষায় দুই ইউপি সদস্যকে গালিগালাজ করেন। একপর্যায়ে রায়হান হেলেনা বেগমের গলা থেকে চেইন খুলে নেন। চেইন খোলার সময় ইউপি সদস্য হেলেনা বেগমকে বলতে শোন যায়, 'এটি বিয়ের সময় আমার স্বামী আমাকে দিয়েছে।' পাশ থেকে আরও এক যুবককে লাঠি হাতে তেড়ে এসে দুই ইউপি সদস্যকে মারধর করতে দেখা যায়। ঘরের মধ্যে অনেক লোকজন দেখা যায়। কয়েকজনকে মারধরের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত দেখা যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, ইউপি সদস্য হেলেনা বেগম বাদী হয়ে রায়হান খানসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও সদস্য সচিব মামুনুল রনি স্বাক্ষরিত যুবদলের প্যাডে রায়হান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বসন্তপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান খানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায় দায়িত্ব দল নেবে না এবং বসন্তপুর ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হলো।
সময়ের আলো/এএ/