ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ খাসিয়া যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ পিএম  (ভিজিট : ১৯৬)
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে এক খাসিয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কলেঞ্জি খাসিয়া পুঞ্জির পার্শ্ববর্তী লাউয়া ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত পল মারলিয়া কালেঞ্জি খাসিয়াপুঞ্জির জেনাবেলদার মারলিয়ার ছেলে।

পুলিশ ও কালেঞ্জি পুঞ্জি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম থেকে ফেরার পথে ছড়া পারাপারের সময় ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয়ে যায় পল মারলিয়া। সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। আজ (শনিবার) দুপুরে পুঞ্জি থেকে কিছু দূরের ওই ছড়ায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার ছড়ার পানিতে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ আজ (শনিবার) দুপুরে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close