ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে পৃথক স্থানে দুই মরদেহ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:৩০ পিএম  (ভিজিট : ৩৪০)
লালমনিরহাটে পৃথক দুটি ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টায় সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া মিলন বাজার এলাকা থেকে ফরিদা বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফরিদা বেগমের সংসারে অভাব অনটনের কারনে প্রায়শই কলোহ লেগে থাকতো। শুক্রবার ফরিদা বেগমের সাথে তার স্বামী সৈয়দ আলীর ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে স্বামী সৈয়দ আলী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে শুক্রবার সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বানিয়া দিঘি থেকে ফজলে রহমান ফজল (৯৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফজলে রহমান শুক্রবার দিবাগত রাতে পূজার অনুষ্ঠান দেখতে আসে পঞ্চগ্রামে। এরপর ওই এলাকার বানিয়া দিঘি পুকুরে পড়ে মারা যান তিনি। নিহত ফজলে রহমান পার্শ্ববর্তী বড়বাড়ি ইউনিয়নের জয়হরি এলাকার বাসিন্দা।

সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, ফরিদা বেগম হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন ও ফজলে রহমানের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারকে তার মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close