ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাঁদপুরে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৯:১৯ এএম  (ভিজিট : ১০০)
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক মো. রাশেদ মিয়াজীকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাশেদ মিয়াজী অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ বিষয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close