ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যত্নে রাখুন জামদানি শাড়ি 
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:৩০ এএম  (ভিজিট : ৮৬)
বাঙালি নারীর অন্যতম প্রিয় পোশাক শাড়ি। বর্তমান সময়ে অনেক ধরনের শাড়ি পাওয়া গেলেও বাঙালি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে জামদানি। সব সময় ব্যবহারে অথবা শখের বশে অনেকেই শাড়ি পরে থাকেন। অনেকে আবার শখের শাড়িটি যত্ন করে তুলে রাখেন। তবে শাড়ি শুধু পরলেই হবে না, পাশাপাশি নেওয়া চাই এর সঠিক যত্ন। নয়তো নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের শাড়িটি।

জামদানি শাড়ি কিনে প্রথমেই শাড়ির পাড়ে ফলস লাগিয়ে ফেলুন। তাহলে শাড়ি পরে হাঁটার সময় পাড় ভাঁজ হয়ে যাবে না। আবার কুঁচিও সুন্দর হবে। শাড়ি নষ্ট হবে না। 

অনেকে জামদানি শাড়ি খুব কম পরেন। বেশিরভাগ সময় তুলে রাখেন। এতে শাড়ি নষ্ট হয় দ্রুত। জামদানি শাড়ি ভালো রাখতে হলে মাঝে মাঝে পরতে হবে। 

জামদানি পরার পর রোদে শুকাতে দিন। আর আলমারিতে তুলে রাখলেও কিছুদিন পরপর বের করে রোদে মেলে দিন। কড়া রোদে শুকালে শাড়ি ভালো থাকে। 

অন্য শাড়ির মতো জামদানি ভাঁজ করা উচিত নয়। এমনকি মাঝখানে ভেঙে হ্যাঙ্গারেও ঝুলিয়ে রাখা উচিত নয়। 

ছোট ভাঁজে আলমারিতে তুলে রাখলে সাদা কাগজের প্যাকেটের ভেতর রেখে দিন। এতে শাড়িতে ফাঙ্গাসের দাগ পড়ে না। আবার কিছুদিন পরপর ভাঁজ পরিবর্তন করতে পারেন। 

জামদানি শাড়ি কখনোই পানি দিয়ে ধোয়া যাবে না। সাবান-পানি কিংবা পানিতে ধুলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে শাড়ি ময়লা হলে ভালো কোনো ড্রাইওয়াশে দিয়ে পরিষ্কার করাতে হবে। 

শাড়ির রং নষ্ট হয়ে গেলে আবার একটু ডিপ কালার করে নিতে পারেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শাড়িতে একই রঙের কাপড়, সুতা ও বুনন আছে কি না।

 জামদানি শাড়ির আরেক শত্রু তেলাপোকা। শাড়ির মাড়ের গন্ধেই তেলাপোকা চলে আসে। তেলাপোকা যদি শাড়ি কেটে ফেলে, তাহলে সে শাড়ি ঠিক করার আর কোনো উপায় থাকে না। সবচেয়ে ভালো উপায় হলো কাঠের আলমারিতে না রেখে স্টিলের আলমারি ব্যবহার করা।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close