ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শফিক তুহিনের গানে একশ শিশুশিল্পী
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:২১ এএম  (ভিজিট : ৬২)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি, সুরকার ও গায়ক শফিক তুহিনের গানে পারফর্ম করবেন একশ শিশুশিল্পী। বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই গান তৈরি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আমাদের দেশ এবং পুরো পৃথিবী এগিয়ে যাবে। শিশুদের জন্য কোনো কাজ করতে পারার আলাদা একটা আনন্দ আছে। আমার গানটিতেও শিশুদের জন্য নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এ ছাড়া রাষ্ট্রীয় কাজ করতে পেরে সব সময়ই ভালো লাগে। আমার বিশ্বাস গানটিও সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিন সর্বশেষ গান প্রকাশ করেছিলেন। এই গানের কথা সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছিলেন তুহিন।


সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close