ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মৃত্যু চেয়ে দোয়া করা নিষেধ
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:০১ এএম  (ভিজিট : ৭৪)
জীবন আল্লাহর অমূল্য দান। জীবন থাকতে জীবনের মূল্য দেওয়া মানুষের কর্তব্য। নিজের জীবন নিজেই শেষ করা বা আত্মহত্যা করা মহাপাপ। নিজের মৃত্যুকামনা করা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। ভালো অবস্থা হলে যেমন শোকর করা, তেমনি মন্দ অবস্থা এলে সবুর করা। শোকর ও সবুরের বিনিময়ে সওয়াব সঞ্চিত হয়। তবে একান্তই যদি কখনো মৃত্যুকামনা করতেই হয়, সে পরিস্থিতির দোয়াও আল্লাহর রাসুল (সা.) শিখিয়েছেন।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ বিপদাপদের সম্মুখীন হলে যেন কোনোভাবেই মৃত্যুকামনা না করে। আর কেউ যদি এমন অবস্থায় পড়ে যে তাকে মৃত্যুকামনা করতেই হয়, তবে সে এভাবে দোয়া করবে-‘আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি, অর্থাৎ হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন আমাকে জীবিত রাখুন, আর যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমার মৃত্যুদান করুন।’ (বুখারি : ৫৬৭১; মুসলিম : ২৬৮০)


সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close