ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আন্দোলনে হত্যার অভিযোগে যুবলীগ নেতা নূর ইসলাম গ্রেফতার
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১১:১২ পিএম  (ভিজিট : ৫৮)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মো. রনি (১৯) হত্যা মামলার আসামি ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নূর ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। 

র‍্যাব জানায়, আন্দোলন চলা অবস্থায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় রনি হত্যা মামলার অন্যতম আসামি নূর ইসলাম। রোববার (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০টায় আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান। 

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর গুলি করে। তারা ১৯ জুলাই রনিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা একটি হত্যা মামলা করেন। 

তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এই ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close