ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করেছে বিজিবি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:৫৮ পিএম  (ভিজিট : ১০০)
আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন চৌকিদারটিলা এলাকার ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৬ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত হয়েছে। সীমান্তবর্তী পুড়াগাঁও ইউনিয়নের মিশনমোড় থেকে বিজিবির চৌকিদারটিলা বিওপি পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কের মধ্যবর্তি স্থানে রাস্তা ধ্বসে পড়ে। ফলে চৌকিদারটিলা বিওপিসহ আশে-পাশের সীমান্তবর্তী ৩-৪টি গ্রাম নালিতাবাড়ী উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে গ্রামবাসীরা চরম ভোগান্তির শিকার হয়।

তিনি আরও বলেন, এমতাবস্থায়, রাস্তাটি দিয়ে যান চলাচল সচল করার জন্য বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। বিজিবির এই কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close