ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ব্রিকসে যুক্ত হচ্ছে আরও কিছু দেশ
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:৩৮ এএম  (ভিজিট : ১১৮)
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হচ্ছে ব্রিকস। এই ব্রিকসে বর্তমানে যে কয়েকটি দেশ রয়েছে এসব দেশের সঙ্গে আরও কিছু দেশ যুক্ত হতে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে নতুন দেশের সদস্য হওয়ার ঘোষণা আসতে পারে। তিনি আরও আভাস দিয়েছেন, বেলারুশসহ অন্তত ১০টি দেশ নতুন সদস্য হিসেবে যোগ হতে পারে। বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

ব্রিকস সদস্য হিসেবে প্রথম সারিতে রয়েছে রাশিয়া। অন্য দেশগুলো হচ্ছে-আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, বলিভিয়া, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, কিউবা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, ফিলিস্তিন, সেনেগাল ও থাইল্যান্ড। তুরস্ক, জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোসহ আরও কয়েকটি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই জোট প্রতিষ্ঠা করে। এরপর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকাকে সদস্য করা হয়। চলতি বছরের শুরুতে আরও কয়েকটি দেশকে সদস্য হিসেবে স্বাগত জানায় ব্রিকস। দেশগুলো হচ্ছে-ইরান, মিসর, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোতে বসবাস।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close