ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নিয়াজকে ছাড়িয়ে মননের কীর্তি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:১৮ এএম  (ভিজিট : ১০৪)
মাস দুয়েক আগে মাত্র ১৪ বছর বয়সে হয়েছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। শিরোপা জেতার পর মনন রেজা বলেছিলেন, এখানেই থামতে চান না । স্বপ্ন বড় কিছু করার। সেই স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়েছেন নারায়ণগঞ্জের এ কিশোর। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন।

১৯৮১ সালের ১৩ অক্টোবর শারজাহতে এশিয়ান জোনালে খেলে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন নিয়াজ। সেই সময় তার বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ১৪ বছর ৩ মাস সময় নিয়ে ওই কীর্তি ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন। আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিততে ২৪০০ রেটিং ও তিনটি নর্মের প্রয়োজন পড়ে। অল্প বয়সেই সেই প্রয়োজনীতা পূরণ করে ফেলেছেন মনন। তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ। বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান। অন্যদিকে দীর্ঘদিন পর নিজের রেকর্ড ভাঙায় বেশ খুশি নিয়াজ মোর্শেদ, ‘খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এজন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত।’


সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close