ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সুযোগ আছে সিরিজ জয়ের
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:৪৩ এএম  (ভিজিট : ১৮)
ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গোয়ালিয়রে ২ হাজার ৫০০ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সন্ধ্যায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের সম্পর্কের টানাপড়েন বাড়তি উত্তাপ ছড়াচ্ছে এই সিরিজে। যদিও বেশ কয়েক বছর ধরেই দুই দেশের খেলা মানেই বাড়তি উত্তেজনা।

এত সব চাপ সামলে টাইগাররা প্রস্তুত ভারতের বিপক্ষে দারুণ কিছু করার। ঘরের মাঠে ভারত বরাবরই কঠিন প্রতিপক্ষ। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলটার বিপক্ষে সিরিজ জয়েরও সুযোগ দেখছেন দলের অন্যতম ব্যাটার তাওহীদ হৃদয়।

গোয়ালিয়রে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হৃদয় বলেছেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’
ভারতের এই দলটায় নেই বিশ্বকাপজয়ী অনেকে। তবুও আছেন ছয়জন। তবে দলের কেউই নতুন নয়, অনেকেই ১০-১২ ম্যাচ খেলে ফেলেছেন। তাই দলে কে নতুন কে পুরোনো সেসব নিয়ে ভাবছেন না হৃদয়, ‘৬ জন আছে দেখেই যে টিমটা ভালো হবে এরকম কিছু না। টিমের ১৫ জনই আমাদের কাছে সমান। হয়তো ৬ জন এখন আছে, অনেকে টেস্ট ফরম্যাট খেলেছে, ওডিআই খেলেছে-অলমোস্ট ১০-১২ জনের অভিষেক হয়ে গেছে।’

ভারতের দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও বাংলাদেশ দল অনেকটাই তারুণ্যনির্ভর। অবসরের ঘোষণা দেওয়ায় সাকিব আল হাসানও নেই এই সিরিজে। সাকিবের না থাকাটা দলের জন্য বড় ঘাটতি হলেও হৃদয় ভাবছেন ভবিষ্যৎ নিয়ে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তা হলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’

দলে অভিজ্ঞতার কমতি থাকলেও প্ল্যান করেই এগোনোর কথা বলেছেন এই তরুণ ব্যাটার। এমনকি গোয়ালিয়রের উইকেট নিয়েও খুব একটা ভাবতে নারাজ হৃদয়। সবরকম চ্যালেঞ্জ মাথায় নিয়ে খেলার কথা বললেন তিনি, ‘টিম প্ল্যান তো এখানে বলতে পারব না। অবশ্য পরিকল্পনাটা আমাদের ভেতরেই থাক। এখানে যে উইকেট আমার কাছে মনে হয় আগে কী হয়েছে এটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস না। এই উইকেট এখানে কী ডিমান্ড করে, সে অনুযায়ী আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব।’

উইকেট নিয়ে খুব একটা না ভাবলেও মাঠকর্মীদের সঙ্গে কথা বলে ধারণা নেওয়ার কথাও জানালেন হৃদয়, ‘আমরা এখানে দুদিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’

দিল্লিতে ২০১৯ সালে ভারতকে হারিয়ে দেওয়ার স্মৃতিটা এখনও অনুপ্রেরণা দেয় বাংলাদেশ দলকে। তবে হৃদয়ের লক্ষ্য বড় টুর্নামেন্টে কিছু করা, ‘আমার কাছে মনে হয় যে অবশ্যই ওটা আমাদের আত্মবিশ্বাস দেয়। একটা বড় অর্জন ছিল আমাদের জন্য কিন্তু ওদিকে এখন চিন্তা করার সময় নেই। এখন সামনের দিকে আমরা যদি এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টে ভালো করি, তখন আমাদের ওই অভিজ্ঞতা বা অর্জন কাজে লাগবে। আমরা যদি এখানে ভালো করতে না পারি, তা হলে মনে হয় না এটা এখানে কোনো কাজে আসবে।’


সময়ের আলো/আরএস/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close