ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ইসরাইলি হামলায় স্ত্রী-সন্তানসহ হামাস কমান্ডার নিহত
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:৫৬ এএম  (ভিজিট : ১৩৬)
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, শনিবার লেবাননের উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি হত্যার শিকার হয়েছেন তাদের এক কমান্ডার। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই এলাকায় হামলা হলো। খবর এএফপির। 

হামাস বলেছে, হত্যার শিকার ‘কমান্ডার’-এর নাম সাঈদ আতাল্লাহ আলি। স্ত্রী ও দুই মেয়েসহ ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি। বেদ্দাওই শিবিরে তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। বাড়িটি ত্রিপোলির কাছে। 

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল লেবাননে হামাসের সদস্যদের লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। হামাসের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত লেবাননে তাদের অন্তত ১৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।এর আগে সোমবার এক বিমান হামলায় ফাতাহ শারিফ আবু আল-আমিন নামের লেবাননভিত্তিক এক হামাস নেতাকে দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া আগস্ট মাসে দক্ষিণ লেবাননের সাইদন শহরে ইসরাইলি হামলায় হামাসের কমান্ডার সামের আল-হাজ নিহত হন।

সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close