ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মাথাপিছু ঋণ বেড়েছে
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:০১ এএম  (ভিজিট : ১১২)
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের বছরে বিদেশি ঋণ যেমন বেড়েছে, একইভাবে বেড়েছে মাথাপিছু ঋণ। বেশি করে বিদেশি ঋণ নেওয়ার ফলে মাথাপিছু ঋণের বোঝা বেড়েছে। ২০০৯ সালে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল ১৫০ ডলার। সেই ঋণের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের শেষে এসে দাঁড়িয়েছে প্রায় ৪০০ ডলার।

আওয়ামী লীগ সরকার যে বছর ক্ষমতা গ্রহণ করে সেসময় অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত দেশের পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৮৫ কোটি ডলার। আর তা ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬ হাজার ৭৯০ কোটি ডলার। এই দেশি-বিদেশি ঋণ নেওয়ার ফলে মাথাপিছু ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত ১৫ বছরে মাথাপিছু বিদেশি ঋণ বেড়েছে ১৬৬ শতাংশ।
এদিকে ঋণের চাপ নিয়ে সরকারও বেশ অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close