ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে ডেঙ্গু, চিকনগুনিয়া রোগ ব্যবস্থাপনায় সভা
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:১৩ পিএম  (ভিজিট : ৯২)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডেঙ্গু, চিকনগুনিয়া রোগ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বর্দ্ধনপাড়াস্থ নূর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আলীনূর।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের সামর্থ্য অর্জন করতে পারেনি। জনগণের চাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ সামর্থ্য আমাদের নেই। তার জন্য সময়ের প্রয়োজন। 

তিনি আরও বলেন, আমাদের দেশ থেকে অনেক রোগী বিদেশে চিকিৎসা নেয়। এদেশে অনেক অভিজ্ঞ চিকিৎসক আছেন। তারপরও যায়। কারণ, সে দেশের চিকিৎসকদের আন্তরিকতা রোগী অর্ধেক ভালো হয়ে যায়। যেটা আমাদের দেশে খুব প্রয়োজন।   এবিষয়ে আমাদের দেশের চিকিৎসকরা ভাল জানেন। তাদের আন্তরিকতার অভাব কিসে।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মালেক, উপজেলা ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, সহ-সভাপতি শাহীনূর রহমান তুতি, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. শাহাদাত হোসেন প্রমুখ। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close