ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ঢাবি শিবির সভাপতিকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ পিএম  (ভিজিট : ১৫০)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ফেসবুক গ্রুপে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (৪ অক্টোবর) ‘অপরাজেয় বাংলা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ ও অজ্ঞাতনামা পোস্টকারীর নামে জিডি করেন শিবির সভাপতি।

জিডিতে তিনি উল্লেখ করেন, 'আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামীয় একটি ফেসবুক গ্রুপে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিল না। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম’। যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে। পোস্টটি এনোনিমাস করা হয়েছে এবং পোস্টকারী উক্ত গ্রুপের এডমিনদের পরিচিত। আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে উক্তরূপ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।'

সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন। তিনি বলেন, ঢাবি শিবির সভাপতি হ্যারাসমেন্টের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে এ বিষয়ে তদন্ত করবে ডিএমপির সাইবার ব্রাঞ্চ।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close