ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনে মুদি দোকানের কর্মচারী হত্যা মামলায় গ্রেফতার ২
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:২৭ পিএম  (ভিজিট : ৪৮)
রাজধানীর বনশ্রী এলাকার মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক এবং সেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

খিলগাঁও থানা পুলিশ জানায়, নিহত মোহাম্মদ মিজানুর রহমান ছিলেন খিলগাঁও থানার বনশ্রী এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী। গত ১৯ জুলাই তিনি জুমার নামাজ আদায় করে বিকেল তিনটার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল। খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পৌঁছালে কোন কিছু বুঝে ওঠার আগেই নিহতের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তার স্ত্রী, বোন ও ভগ্নিপতির সহায়তায় তাকে নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। রক্তপাত বন্ধ না হওয়ায় মিজানুরকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও রক্ত বন্ধ না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে বিকেল ৫টা ৪০টা মিনিটের সময় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। 

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close