ই-পেপার সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪
সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

এ মাসে যেসব সিনেমা ও সিরিজ মুক্তি পাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:২০ এএম আপডেট: ০৩.১০.২০২৪ ৭:৫৮ এএম  (ভিজিট : ২৫১)
রাজনৈতিক পটপরিবর্তনের পর শোবিজে সিনেমা, সিরিজ মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজকরা। এ মাসে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা ও চারটি সিরিজ ও ওয়েব ফিল্ম।

শরতের জবা :দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কুসুম শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। সিনেমার চিত্রনাট্য, প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। কুসুম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

জিম্মি :৪ অক্টোবর ‘জিম্মি’ নামে চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে অভিনয় করেছেন।
চক্র :ভিকি জাহেদের ‘চক্র’ মুক্তি পাবে ১০ অক্টোবর। প্রায় দেড় দশক আগে একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনাকে উপজীব্য করে সিরিজের চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী, একে আজাদ।

রঙিলা কিতাব :‘রঙিলা কিতাব’ দিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। হইচই জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সিরিজটি মুক্তি পাবে। সিরিজে পরীমণির সঙ্গে মোস্তাফিজ নূর ইমরানকে দেখা যাবে।

থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স : অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। ওয়েব সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে। ছবিটি নিয়ে নির্মাতা রেজাউর রহমান জানান, এটি একটি ভালোবাসার গল্প। এতে অভিনয় করেছেন দীঘি, শাওন, কারিনা কায়সারসহ অনেকে।

বিভাবরী :ভৌতিক গল্প নিয়ে নির্মিত ‘বিভাবরী’ ওয়েব ছবিটি নির্মাণ করেছেন টিটু রহমান। দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মটি মুক্তির দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেনি।'


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close