ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজের বিধান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১:৪৭ এএম  (ভিজিট : ১৪৪)
কাবা শরিফ আল্লাহর ঘর। ইসলামের মর্যাদার প্রতীক। মুসলমানদের ইবাদতের কেবলা। হজ ও ওমরাহর সময় কাবা প্রদক্ষিণ করতে হয়। নামাজ পড়তে হয় কাবার দিকে ফিরে। কাবার চত্বরে বসে কাবার দিকে তাকিয়ে থাকাও সওয়াবের কাজ। কাবাকে সম্মান করা ও ভালোবাসা ঈমানের অংশ বিশেষ। তাই কাবার ছবি যত্রতত্র ব্যবহার করা অনুচিত। তবে নামাজের একাগ্রতা ও ধ্যান মগ্নতার জন্য প্রতিবন্ধক না হলে এবং পা রাখার স্থানে ছবি না হয়ে সেজদার স্থানে হলে কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু কাবার ছবি যদি কারও নামাজের ধ্যান ভেঙে দেয়, তবে তার জন্য উচিত হবে না এ ধরনের জায়নামাজে নামাজ পড়া।

হজরত আনাস (রা.) বর্ণনা করেন, হজরত আয়েশা (রা.)-এর একটি পর্দা ছিল। তিনি তা দ্বারা তার ঘরের এক পাশ ঢেকে রেখেছিলেন। নবীজি (সা.) বললেন, তোমার এ পর্দা আমার থেকে দূর করো। কেননা এর নকশাগুলো নামাজের ভেতরে বারবার আমার সামনে পড়ে (বুখারি : ৫৯৫৯)। আর সতর্ক থাকতে হবে, কাবার জায়নামাজের যেখানে কাবার ছবি আঁকা রয়েছে তা পা দিয়ে পদদলিত করা বা তার ওপর অবহেলাভরে বসা ইত্যাদি কাবার অবমাননার পর্যায়ে পড়ে। সুতরাং পবিত্র কাবাসহ মসজিদের ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৭/১১১)



সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close