ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফটিকছড়িতে ডেইরী ফার্মের নামে কাটা হচ্ছে টিলা, দেখার কেউ নেই
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:১৪ পিএম  (ভিজিট : ৪৭০)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে জমীম উদ্দীন নামের এক ব্যবসায়ী বিশাল একটি টিলা কাটছেন। এরই মধ্যে উচ্চতায় টিলাটির ৩-৪ ফুট কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানায়, দুদিন ধরে প্রতিদিন রাতে স্কেভেটর দিয়ে এটি কাটা হচ্ছে। বাইরের লোকজন গেলেই স্কেভেটর সরিয়ে ফেলা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী মো. জসীম উদ্দীন উপজেলার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকার জোহরা বাপের বাড়ির বাসিন্দা। তিনি উপজেলার বিবিরহাট বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী এবং তার একাধিক ছেলে স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের কাছ থেকে পাহাড় কাটার খবর পেয়ে বুধবার (২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আশরাফাবাদ দরবার শরীফ সংলগ্ন এলাকায় এই বিশালাকার টিলাটি কেটে ফেলা হচ্ছে। এ সময় আশপাশের লোকজন জানায়, সাংবাদিক যাওয়ার খবর পেয়েই স্কেভেটরটি সরিয়ে ফেলেছেন। সেখানে গেলে এগিয়ে আসেন জসীমের ছেলে মারুফ। তিনি সাংবাদিক জেনে সবাইকে গালমন্দ করেন।

বর্তমানে টিলাটির প্রায় ৩-৪ ফুট উচ্চতার সমান কেটে ফেলা হয়েছে। আরও কয়েক ফুট করে কাটা শুরু হচ্ছে। গত দুদিন ধরে আঞ্চলিক এ মহাসড়কের পাশে টিলাটি কাটা হলেও দেখার যেন কেউ নেই।

পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে জসীম উদ্দীনের ছেলে মো. আসাদুজ্জামন মারুফ বলেন, ‘এসব আমাদের নিজস্ব সম্পত্তি। এখানে একটি ডেইরী ফার্ম করার জন্য উপজেলা প্রশাসন অনুমতি দিয়েছেন। কিন্তু শর্ত ভঙ্গের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি প্রশাসন দেখবেন। আপনার চাইলেও কাগজপত্র দেখাতি পারি।’

স্থানীয় বাসিন্দা মো. শহীদুল আকবর জানান, ‘কয়েকদিন থেকে বিশালাকার টিলাটি অবাধে কাটা হচ্ছে। তবে কখনো দিনের বেলায় আবার কখনো রাতে কাটা হয়। তবে স্কেভেটরটি দিনের বেলায় দেখা যায় না।’

পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন স্বপন বলেন, ‘বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। তবে লোকজনের কাছে শুনেছি। তবে টিলা কাটার ঘটনাটি অবশ্যই দুঃখজনক। পরিবেশ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব।’

উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে টিলা কাটা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি প্রশাসন দেখবেন। আর বিএনপি সব ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে।’

ফটিকছড়ি উপজেলা পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি মো. সোলায়মান আকাশ জানান, ‘এর আগেও সেখানে কয়েকবার টিলা কাটার ঘটনা ঘটেছে। সরকার পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল। তাই টিলা কাটা বন্ধ করতে এবং অপরাধীকে বিচারের আওতায় আনতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘চারটি শর্তের ভিত্তিতে প্রশাসন সেখানে ডেইরী ফার্ম করার অনুমতি দিয়েছেন। সেখানে একটি শর্ত হচ্ছে টিলা কাটা যাবে না। এর ব্যত্যয় ঘটলে পরিবেশ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close