ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ১২ বাংলাদেশি যুবক আটক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:২২ পিএম  (ভিজিট : ১৮২)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী চর বোয়ালমারী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২ অক্টোবর) সকাল ৫ টায় বিজিবির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ গয়টাপাড়া বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১০৫৮/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বোয়ালমারী নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত হতে আসা ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।

আটকৃতরা হলো- কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাবুরচর বাজার গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ আশরাফুল আলম (২৬); গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের রহমতুল্লাহর ছেলে মোঃ মনির হোসেন (৩৮); ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজীতর গ্রামের আব্দুল হেলিমের ছেলে তোফাজ্জল হোসেন (২৯); ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজার গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোঃ ওয়ালিউল্লাহ (২৫) ও  মাহমুদপুর গ্রামের আশরাফ পাঠানের ছেলে মোঃ ওবায়দী হাসান (২২); ময়মনসিংহের ফুলপুর উপজেলার নারিকেলী গ্রামের ওসমান আলীর ছেলে নবী হোসেন (২৬), সিংহের শবর গ্রামের আক্কেল আলীর ছেলে ফোরকান আলী (৩১), কাতলী গ্রামের রমজান আলীর ছেলে হযরত আলী (৩৬), চর গোয়াডাঙ্গা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫)! জামালপুর সদরের পাথালিয়া গ্রামের ইসমাইল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯); নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুনীলপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে আরিফ হোসাইন(৩৬) এবং নরসিংদীর পাঁচদোনা উপজেলার আসমান্দিরচর গ্রামের নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান (২৩)।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ৩-৬ মাস পূর্বে বিভিন্ন সময়ে কাজের জন্য  ভারতে গিয়েছিল। পরে ভারতীয় দালালের মাধ্যমে একত্রিত হয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করত: তাদেরকে রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close