প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:২৩ পিএম (ভিজিট : ৪৩৬)
মাদক নিয়ে র্যাবের হাতে আটকের পর দলীয় পদ থেকে বহিষ্কার হলেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে শাখা ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলাল। মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি তাকে জানানো হয়।
বহিষ্কৃত মছির হোসেন দুলাল উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও তিনি হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে রংপুরের কাউনিয়ার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-১৩। পরে তাকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব।
সময়ের আলো/আরআই