ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিদায় বেলায় সাকিবকে কোহলির বিশেষ উপহার
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ পিএম  (ভিজিট : ২৯২)
কানপুর টেস্ট শুরু হওয়ার আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডারকে নিজের ব্যাট উপহার দেন বিরাট কোহলি। ধরাই যায়, এটিই সাদা পোশাকে সাকিব-কোহলির শেষ দেখা।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের শেষ দিনে এসে ভারতের কাছে সিরিজ হারেন টাইগাররা। হারের পাশাপাশি সাকিবের অবসরকে ঘিরে তৈরি হয় একটি শান্ত পরিবেশ। কারণ এটিই হয়তো সাকিবের শেষ টেস্ট ম্যাচ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় দুই দলের খেলোয়াড়রা বাউন্ডারি লাইনে গোল হয়ে দাঁড়িয়ে আছেন। তখন নিজের ব্যাট হাতে প্রবেশ করেন কোহলি। সাকিবের কাছে এসেই ব্যাটটি তুলে ধরেন তিনি। পরে ব্যাটটি তুলে দেন সাকিবের হাতে। বন্ধুর মতো সাকিবের কাঁধে হাত রেখে খোশমেজাজে কিছুক্ষণ কথা বলেন তারা।

এর আগে সাকিব আল হাসান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন সর্বশেষ বিশ্বকাপে।

প্রসঙ্গত, বাংলাদেশি পোস্টার বয় চেয়েছিলেন মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে। বিসিবির কাছে নিরাপত্তাও চেয়েছিলেন তিনি। তবে বিসিবি সভাপতি তা প্রত্যাখ্যান করেন। তাই ধরেই নেওয়া হচ্ছে কানপুরে ভারতের বিপক্ষে খেলা টেস্টই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close