ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২২ পিএম  (ভিজিট : ১৮৪)
সীমান্তে অবৈধ পারাপারে বিএসএফ কর্তৃক জীবননাশের শঙ্কায় বিজিবি সর্তকতা জারি করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিজিবি অধিনায়কের বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশি নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতা বশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক/ দুষ্কৃতিকারী কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার যেকোনো ধরনের তথ্য যথা শীঘ্রই বিজিবিকে প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।

সময়ের আলো/আরআই





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close