ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম কলেজে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:০৪ পিএম  (ভিজিট : ১৪২)
চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার (১ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

এ ব্যাপারে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, মিছিল মিটিং হওয়ার কারণে ক্লাসের শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়েছে। বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো ঘটনাও ঘটছে। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠে ছাত্রশিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করলো কলেজ কর্তৃপক্ষ।

সময়ের আলো/আরআই





এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close