ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

খুলেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা
সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ পিএম  (ভিজিট : ১০২)
আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলে গেলেও সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার (১ অক্টোবর) অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে, এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র।

অন্যদিকে, বকেয়া বেতনসহ যাবতীয় আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন শ্রমিকদের সড়ক অবরোধ করে রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ডস গ্রুপের শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বলছেন, তাদের পাওনাদি পরিশোধ না করা হলে তারা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করবে না।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close