ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ পিএম  (ভিজিট : ১২৮)
জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাসপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই  বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আরআই







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close