ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৪ পিএম  (ভিজিট : ১১২)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শোভা (১৮) নামের এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। 

এর আগে গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় দিন ধরে শারীরিক দুর্বলতা ও বমি বমি ভাব ছিল শোভার। রোববার বিকেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অত্যন্ত জটিল দেখে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

পরিচালক আরও জানান, আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয়জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৪ জন ডেঙ্গু রোগী।

সময়ের আলো/আরআই







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close