ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

টিকটক বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১০ পিএম  (ভিজিট : ২৪৮)
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকটক বানাতে গিয়ে চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে পাবেল মিয়া (২৬) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত যুবক শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এলে বন্ধুদের সাথে নিয়ে টিকটক বানানোর জন্য পাবেল ট্রেনে উঠেন। ট্রেনটি কিছু দূর যাওয়ার পর অন্যান্য বন্ধুদের সাথে চলন্ত ট্রেন থেকে লাফ দিতে গিয়ে অসাবধানতা বশত নিচে পড়ে যান পাবেল মিয়া। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ মীর সাব্বির আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। 

সময়ের আলো/আরআই







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close