ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ব্রীজের দাবিতে মানববন্ধন
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ পিএম  (ভিজিট : ৪৭৮)
জামালপুরের সরিষাবাড়ীতে জগনাথগঞ্জ ঘাট এলাকায় ব্রীজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ কুলঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজ, মাদ্রাসাসহ প্রায় সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকার পেরুয়া নদী দিয়ে সরিষাবাড়ি ও কাজিপুর উপজেলার প্রায় ৮ ইউনিয়ের লক্ষাধিক মানুষ প্রতিদিন নৌকা দিয়ে পারাপার করে থাকে। নানা সময় নৌকা ডুবিতে দুর্ঘটনায় শিকার হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ রোগীদের পারাপার করতে পড়তে হয় বিপাকে। চরাঞ্চলের কৃষি পণ্য পরিবহন করতে সমস্যা হয় কৃষকদের। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা ব্রীজের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করেনি তারা। তাই দ্রুত সময়ে ব্রীজ নির্মানের দাবি জানান বক্তারা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close