ফেন্সিডিলসহ ছাত্রদল নেতা আটক
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৭ এএম (ভিজিট : ৩৬৪)
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
মছির হোসেন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও তিনি হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেফতার করেন তারা। পরে তাকে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন জানান, তিনিও বিষয়টি লোকমুখে শুনেছেন। জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
সময়ের আলো/এএ/