ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৪ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি হতে পারে : বিএসসিপিএলসি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  (ভিজিট : ২৬০)
শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় স্টেশনে সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ জন্য এই এসময়ের মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএসসিপিএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার ঘণ্টা সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার রাত ২টা থেকে পরদিন রোববার ভোর ৬টা পর্যন্ত এমএমডব্লিউফাইভ সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। সাময়িক সেবায় বিঘ্ন ঘটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে এসইএ-এমই-ডব্লিউই-ফোর (এমএমডব্লিউউফোর) সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। ওই রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতি হতে পারে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close