ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দশম গ্রেডের দাবিতে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম  (ভিজিট : ২৩৪)
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানব বন্ধন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২ তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। সেখানে আমাদের বেতন গ্রেড ১৩ তম।

এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড দশম, পুলিশের সাব ইন্সপেক্টর, উপসহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড দশম এবং নবম। সে ক্ষেত্রে শিক্ষক‌দের সাথে কেন এই বৈষম্য। তাই আজ আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close