ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নাটোরে প্রাণ এগ্রো কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৪ পিএম আপডেট: ২৭.০৯.২০২৪ ৭:২৬ পিএম  (ভিজিট : ৩৭১)
শ্রমিকদের বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এগ্রো কোম্পানির কারখানা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত নাটোর প্রাণ এগ্রো কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়।

জানা , বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। তবে এ দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কয়েক দফা দাবি মেনে নিলেও শ্রমিকরা সকল দাবি আদায়ে গতকাল (বৃহস্পতিবার) পুনরায় আবার বিক্ষোভ শুরু করে। এতে আজ (শুক্রবার) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এ প্রাণ এগ্রো কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

এরআগে গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে শ্রমিকেরা আবারও কারখানায় বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার হযরত আলীকে রাতে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন।

কারখানার নারী শ্রমিক পারভীন বেগম বলেন, পরিশ্রম অনুযায়ী আমাদের বেতন কম দেয় কোম্পানি। বছরে বেতন বাড়ানো কথা থাকলেও তা বাড়ানো হয় না। পেটের দায়ে বাধ্য হয়ে রা কাজ করি। আমাদের সব দিক থেকে ঠকানো হয়। তাই আমরা শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে নাটোর প্রাণ এগ্রো  লিমিটেডের জেনারেল ম্যানেজার হযরত আলী জানান, শ্রমিকদের কিছু দাবির বিষয়ে আন্দোলন করছেন।    আমরা এ বিষয়গুলো নিয়ে আগামী সোমবার মালিক এবং শ্রমিক উভয়পক্ষকে নিয়ে আলোচনার কথা রয়েছে। তার আগে শ্রমিকরা কাজ করবেন না মর্মে ঘোষণা দেওয়া এজন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। 

নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, খবর পেয়েই গতকাল আমিসহ পুলিশ সুপার ও সেনাবাহিনীর টিম কারখানায় যাই। ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের দাবি আদায়ে মালিক পক্ষ আলোচনা করছেন।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close