ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম কলেজে শিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রদলের
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৭ পিএম আপডেট: ২৭.০৯.২০২৪ ৬:২৮ পিএম  (ভিজিট : ২১৯)
চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্রশিবির কর্মীদের হামলা মারধরে ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলা মারধরে আহতরা হলেন- কলেজ ছাত্রদলের নেতা সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। তারা সামান্য আহত হন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, চট্টগ্রাম কলেজে দুটি ছাত্র সংগঠনের মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। থানায় কোন পক্ষ থেকে অভিযোগ দেয়া না হলেও এ ঘটনার তদন্ত করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন চট্টগ্রাম কলেজে যান। তিনি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আশরাফ কলেজের অভ্যন্তরে পৌঁছার পর হঠাৎ ছাত্রশিবির কর্মীরা এসে আশরাফের গতি রোধ করেন। এক পর্যায়ে তাকে সামান্য মারধর ও হেনস্তা করে কলেজ থেকে বের করে দেন। বিকেলে ঘটনার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্রশিবির কর্মীরা আশরাফের ওপর আরেক দফা হামলা করে। এসময় ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়। এ ঘটনার পর ছাত্রদল কর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনার জেরে দিনভর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close