ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪১ এএম  (ভিজিট : ১৮৬)
বাংলাদেশ রাষ্ট্র নতুন করে গড়তে অন্তর্বর্তী সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে জাতিসংঘের সমর্থন আছে। এই সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় বৈশ্বিক এই সংস্থাটি এবং এজন্য জাতিসংঘের প্রস্তুতিও রয়েছে।

নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে সংস্থাটির মহাসচিব এন্থনী গুটেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিব এই বার্তা দিয়েছেন। ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর) এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের ঢাকা কার্যালয় জানিয়েছে, শান্তিরক্ষী মিশনসহ জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক ঘনিষ্ট হওয়ায় বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এন্থনী গুটেরেস বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। বৈঠকে দুইজন রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়েও আলাপ করেন। 


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close