প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১০ পিএম (ভিজিট : ৪৩৬)
জামালপুরের সরিষাবাড়িতে ইউপি চেয়ারম্যান না থাকায় পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের জন্য ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউপি সদস্য ও সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাটারা ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর কাছে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দাবিতে এক স্মারকলিপি প্রদান করে। এখবরে দুপুরে ভাটারা ইউনিয়ন পরিষদে এক বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল পরিষদে না আসায় জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ট্রেড লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় জনগণের দুর্ভোগে লাগবে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মাধ্যমে নিয়োগ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে অন্যান্য সদস্যরা।
সময়ের আলো/জিকে