ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৫ পিএম  (ভিজিট : ৪৮২)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের খোলা মণ্ডলের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রসুলপুর গ্রামের রিপন মণ্ডলের ছেলে বিধান চন্দ্র মণ্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র মণ্ডল তার ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার স্ত্রী কমলী রানী স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরপরই এলাকাবাসী তাদের উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে তারা দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বেলাল হোসেন বলেন, ‘এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, বিশেষ করে ইজিবাইক বা অটোরিকশা চার্জ দেওয়ার সময়।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি-তদন্ত রাজু কামাল। তিনি বলেন, প্রথমে বিধান চন্দ্র বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎতাড়িত হয়ে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close