ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৭ পিএম  (ভিজিট : ১৩৬)
প্রায় চার মাসের মতো বন্ধ থাকার পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুরু হবে। বিভাগগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। তবে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রেজিস্ট্রার দপ্তর হতে প্রেরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্র হতে জানা যায়, শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আজ (বুধবার) বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ৮ অক্টোবর ছাত্রদের আবাসিক হল খোলে দেয়া হবে। নীতিমালার আলোকে ৮-১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

সভার শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং আহতের সুস্থতা কামনা করা হয়।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে সিন্ডিকেট সদস্যবৃন্দ অভিনন্দন জানান।

এর আগে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close