ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত, ছাত্রলীগের সঙ্গে যুক্তদের আসন বাতিল
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৯ পিএম  (ভিজিট : ১৯২)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেশ কিছু শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে বুয়েট কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনের আসন বাতিল করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গতকালও (মঙ্গলবার) ক্লাস-পরীক্ষা বর্জন করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের দাবিতে বুয়েট ক্যাম্পাস অবস্থান নেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ (বুধবার) দ্বিতীয় দিনের মতো তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান রয়েছে। তবে আজ কোথাও কেউ অবস্থান নেননি। বিষয়টি নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর অভিযুক্তদের হলের সিট বাতিল করা হয়েছে।

এদিকে আসন বাতিলের বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, তারা কেন্দ্রীয়ভাবে ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এর বাইরে আরও কিছু সিট বাতিল করা হয়েছে, যাদের বিরুদ্ধে তারা কেন্দ্রীয়ভাবে অভিযোগ দেননি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের সবার সিট বাতিল করা হয়েছে। তারা ছাত্রলীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন।

এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, হলের শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close