ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চাঁদপুরে অভিযানে কমল ইলিশের দাম
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৮ পিএম আপডেট: ২৬.০৯.২০২৪ ৩:২২ এএম  (ভিজিট : ২৬৯)
চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বড়স্টেশন মাছঘাটে আবারও অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দামে ইলিশ বিক্রির অভিযোগে বড়স্টেশন মাছঘাটের সকল আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন। 

এ সময় মাছঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে। এদিকে অভিযানের খবরে পুরো মাছঘাটে ইলিশ দাম ১৫০-২০০ টাকা কমে যায়। কিছুক্ষণ আগেও যেই ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকা বিক্রি হয়েছে, সেই ইলিশ দাম কমে ১৫০০ থেকে ১৬০০ টাকায় নেমে আসে। যদিও ভোক্তা অধিদপ্তরের অভিযান শেষ হওয়ার সাথে সাথে পূর্বের দামে হাকানো হয় ইলিশের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন বলেন, মূলত ইলিশ মাছের দাম বৃদ্ধি কেনো, সেই বিষয়ে আমাদের অভিযান হয়েছে। আমরা ক্রেতা সেজেও ব্যবসায়ীদের কাছে গিয়েছি। কেনাদাম থেকে একজন বেশি মুনাফা করতে চেয়েছে, তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়। কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে অতিরিক্ত দামে ইলিশ মাছ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close