ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত: লেবানন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ পিএম  (ভিজিট : ১৭২)
লেবাননে ইসরাইলি বোমা হামলায় মৃত্যুর সংখ্যা ৫৫৮ জনে দাঁড়িয়েছে। 

দেশটির রাজধানী বৈরুত থেকে এএফপি স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জানায়, এখন পর্যন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শিশু ও ৯৪ নারীসহ ৫৫৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। 

তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টত ইসরাইলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলেছিল যে তারা কেবল যুদ্ধ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। দুর্ভাগ্যবশত, সত্য হলো যে গতকালের হামলায় নিহতদের সবাই না হলেও বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরস্ত্র, যারা তাদের বাড়ি-ঘরে নিহত হয়েছে।

তিনি বলেন, এ হামলায় মোট ১,৮৩৫ জন আহত হয়েছেন, যারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতদের মধ্যে চারজন রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মী। এরা হিজবুল্লাহর মিত্র আমালের সাথে যুক্ত।

বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি প্রতিক্রিয়া পরিচালনা করে দক্ষিণ লেবাননে অপারেশন।

আবিয়াদ আরো বলেন, মঙ্গলবার সীমান্তের কাছে বিনতে জবেল হাসপাতালে ইসরাইলি হামলায় ১৬ জন জরুরি কর্মী এবং দমকলকর্মী আহত হয়েছেন।

আবিয়াদ শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত শিশুসহ ৫৫-এ দাঁড়িয়েছে বলে জানান। এ হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল নিহত হন।

এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ওই হামলায় ৪৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close