ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হোসেনপুরে লাফিয়ে বাড়ছে সবজির দাম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৮ এএম  (ভিজিট : ১৭৪)
কিশোরগঞ্জে হোসেনপুরে দ্রুতগতিতে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সবজির বাজার নয়, যেন পাগলা ঘোড়া। সরেজমিন সবজি বাজার ঘুরে জানা গেছে এ সব তথ্য।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার খুচরা সবজির বাজার মূল্য হল সিম প্রতি কেজি ৩০০শ টাকা, দেশীয় কাঁচা মরিচ ৬০০ টাকা, টমেটো ১৬০ টাকা, ফুল কপি ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, করল্লা ৮০ টাকা, কচুর মুকি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৬০ টাকা, ভটভটি ৬০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, জিংগা ৮০ টাকা, চিছিংগা ৬০ টাকা, পেপে ৪০ টাকা, শসা ৬০ টাকা, আলু ৫০ থেকে ৭০ টাকা, জলপাই ১৪০ টাকা, কাঁচা তেঁতুল ২০০টাকা, লেবু প্রতি হালি ৩০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, দোন্দল ৫০ টাকা, মুলা ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, ধনে পাতা ৩০০ টাকা।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানা, আমরা আড়ংতে গিয়ে সবজি পাচ্ছি না। আড়ৎদাররা আমাদের কাছ থেকে বেশী দাম রাখছে। তাই আমাদেরও বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

হোসেনপুর নতুন বাজারের সবজি বিক্রেতা আল আমিন বলেন, আজ আমি সবজি আনতে গিয়ে ৭০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে সবজি না পেয়ে  খালি হাতে ফিরে এসেছি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close