ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ট্রাম্পের শেষ ভোট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫১ এএম  (ভিজিট : ১৪০)
৫ নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন না ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক এই প্রেসিডেন্ট। 

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে পরাজিত হলে ২০২৮ সালে প্রার্থী হিসেবে আবারও দাঁড়ানোর কথা বিবেচনা করছেন কি না।

এর উত্তরে ট্রাম্প বলেছেন- না, আর বোধহয় লড়ব না। মনে হয়, এবারই শেষ। (এবার হারলে) আরেকবার (প্রতিদ্বন্দ্বিতা করার) কোনো সম্ভাবনা দেখি না। আশা করি, (নির্বাচনে) আমরা যথেষ্ট সফলতা পাব।

মার্কিন আইন অনুযায়ী একজন নাগরিক দুবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। তাই, এবার জয়লাভ করলেও ২০২৮ সালে নির্বাচনি লড়াইয়ে থাকবেন না ট্রাম্প।

অবশ্য মার্কিন এই ধনকুবেরকে নির্বাচনে পরাজিত হওয়া নিয়ে এর আগে প্রায় কথাই বলতে দেখা যায়নি। বরং জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সমর্থকদের উজ্জীবিত করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিজয়ের নিশ্চয়তা দেওয়া ছিল তার প্রধান বৈশিষ্ট্য। কিন্তু শেষ চার দিনে দ্বিতীয়বারের মতো পরাজয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন তিনি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close