ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাবির হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম  (ভিজিট : ১০৮)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাবি প্রশাসন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে এ ধরনের অভিযোগ জমা দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, যারা অতীতে হলে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। গতকাল (রোববার) প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিভিন্ন মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রধান ফটকে ছাত্রলীগের নেতাকর্মীদের নাম, ছবি উল্লেখ করে সন্ত্রাসী আখ্যা দিয়ে ব্যানার টানিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   রাবির আবাসিক হল  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close